চালকচর ইউনিয়নের উত্তরে চরমান্দালিয় ইউনিয়ন, পূর্বে বড়চাপা, দক্ষিনে কাচিকাটা ইউনিয়ন, পশ্চিমে চন্দনবাড়ি খিদিরপুর ইউনিয়ন অবস্থিত। উহা ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অবস্থিত। নরসিংদী হতে বাস যোগে চালাকচর বাজার আসা যায়। নরসিংদী জেলার সর্ব উত্তর প্রান্তে অবস্থিত বিধায় কিশোরগঞ্জ জেলা নিকটবর্তীপা জেলা।
১৯৬১ সালে চালাকচর ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান ছিলেন সরদার আছমত আলী। বর্তমানে ৫টি বড় গ্রাম মিলিয়েই চালাকচর ইউনিয়ন পরিষদ। চালাকচর ইউনিয়ন এর অধিকাংশ মানুষই কৃষি ও ব্যবসা কাজে জড়িত। এখানকার প্রধান ফসল ধান, কলা ও সবজি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস